মমতার বাম পায়ে গুরুতর চোট, ৪৮ ঘণ্টা থাকবেন নিবিড় পর্যবেক্ষণে

|

মমতার বাম পায়ে গুরুতর চোট, ৪৮ ঘণ্টা থাকবেন নিবিড় পর্যবেক্ষণে

বাম পায়ের গোড়ালির হাড়ে ‘গুরুতর’ আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার রাতে নন্দীগ্রামে প্রচারণা চালানোর সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান তৃণমূল কংগ্রেস নেত্রী।

বর্তমানে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি। ৪৮ ঘণ্টা রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। হাসপাতালের প্রধান চিকিৎসক মণিময় ব্যানার্জি জানান, মুখ্যমন্ত্রী পায়ের পাতা, ডান হাত, গলা এবং ডান কাঁধেও পেয়েছেন আঘাত। বাম পায়ে প্লাস্টার করা হয়েছে। কিছুটা শ্বাসকষ্টে ভুগছেন প্রবীণ রাজনীতিক। বৃহস্পতিবার আবারও তার সিটিস্ক্যান করানো হবে।

এদিকে জেড প্লাস নিরাপত্তা পাওয়া মমতা ব্যানার্জির সমাবেশে কিভাবে অঘটন হলো- সেটি জানতে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনো কোন বিবৃতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে দাঁড়ানো বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply