গাঁজাসেবনকে স্বীকৃতি দিলো মেক্সিকোর পার্লামেন্ট। বুধবার দেশটির নিম্নকক্ষে পাস হয় বিলটি।
এরফলে প্রকাশ্যে এই নেশাদ্রব্যটি সেবন করতে পারবেন মেক্সিকোবাসী। তবে তা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য হবে। এর পাশাপাশি গাঁজার চাষও করতে পারবেন মেক্সিকোবাসী। বাড়িতে সীমিত আকারে চাষাবাদ থেকে শুরু করে বাণিজ্যিকভাবে বড় পরিসরেও গাঁজার চাষ করা যাবে।
এর আগে দেশটিতে শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদিত ছিলো গাঁজা। বিলটি পাস হওয়ার আগে বিতর্কে পার্লামেন্ট সদস্যরা জানান, বিশ্বজুড়ে চাহিদা বাড়ছে গাঁজার। লাভজনক এই বাজার ধরাই বিল পাসের উদ্দেশ্য বলে জানান আইনপ্রণেতারা।
Leave a reply