তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ২৩২ রানে অল আউট হয় শ্রীলঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে শাই হোপের ব্যাটে ভর করে ৩ ওভার হতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। ব্যাট হাতে হোপ করেন ১১০ রান।
নর্থ সাউন্ডে, দুই ওপেনারের গুনাথিলাকা ৫৫ ও করুনারত্নের ৫২ রানে ১০৫ রানের জুটি গড়লেও এই দুই ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরার পরেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বান্দারা করেছিলেন ৫০ রান। আর বাকি ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় এদিন। ফলে ২৩২ রানেই থেমে যায় লঙ্কার ইনিংস। হোল্ডার ও জেসন নেন দু’টি করে উইকেট।
জবাবে ২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এভিন লিউইস ও শাই হোপের ১৪৩ জুটি গড়ে জয়ের কাছাকাছি নিয়ে যায় উইন্ডিজকে।
লিউইস ৬৫ রানে আউট হলেও, নিজের দশম সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। আর আর দল জয় পায় ৮ উইকেটে। এর আগে টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কাকে।
Leave a reply