১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে আলোচিত বিলটি আইনে পরিণত হলো।
এর ফলে, যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক ১৪শ’ ডলার করে অর্থ সহায়তার চেক পাবেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই চেক ছাড় করা শুরু হবে। এছাড়া সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে ৩শ’ ডলার করে বেকার ভাতা পাবেন কর্মহীনরা। শুধু করোনার পরীক্ষা বা চিকিৎসাই নয়, মহামারির লোকসান থেকে ঘুরে দাঁড়াতে স্কুল, স্থানীয় প্রশাসন, রেস্টুরেন্ট ব্যবসা, এয়ারলাইন্সেও আর্থিক সহায়তার সিদ্ধান্ত আছে নতুন বিলে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, বিলটির প্রতি সমর্থন রয়েছে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনীর; যাদের ৪১ ভাগই রিপাবলিকান।
Leave a reply