আসন্ন রমজানে ডাল ও বেসনের বাজার স্থিতিশীল রাখতে চায় সরকার। এজন্যে মটর ডাল, আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এই ডাল বেসন তৈরির প্রধান কাঁচামাল হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে।
বুধবার জারি করা, রাজস্ব বোর্ডের এই আদেশ, চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই ডাল আমদানিতে, পাঁচ শতাংশ শুল্ক আরোপ করা ছিলো।এই আদেশের মাধ্যমে, সকল ধরণের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রমজানকে সামনে রেখে, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম বাড়ানো হয়, বিভিন্ন পণ্যের। এরই মধ্যে মসুর ডাল ও চিনির দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি মটর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা।
Leave a reply