মালয়েশিয়ায় খ্রিস্টানরাও সৃষ্টিকর্তাকে সম্বোধনে ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত রায় দেন দেশটির হাইকোর্ট।
অমুসলিমরা আল্লাহ শব্দ ব্যবহার করবে কিনা, তা নিয়ে উত্তেজনা ও সহিংসতাও হয়েছে মালয়েশিয়ায়। ১৯৮৬ সালে আদালত নিষেধাজ্ঞা দেয়, খ্রিস্টানরা আল্লাহ শব্দ ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার সেই রায়কে অসাংবিধানিক আখ্যা দেয় উচ্চ আদালত।
১৩ বছর আগে মালয়েশিয়ার কর্তৃপক্ষ খ্রিস্টান এক নারীর কাছে থাকা মালয় ভাষার কয়েকটি ধর্মীয় সিডি জব্দ করে। যেগুলোতে আল্লাহ শব্দ ব্যবহৃত হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান ওই নারী।
মালয়েশিয়ার খ্রিস্টানদের দাবি, সৃষ্টিকর্তা বোঝাতে কয়েক শতাব্দী ধরে আল্লাহ শব্দ ব্যবহার করছে তারা।
Leave a reply