আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকাকে করোনা ভাইরাস মুক্ত করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই কোভিড নাইনটিন থেকে মুক্ত হবে তার দেশ। ১ মে’র মধ্যে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলেও ঘোষণা দেন বাইডেন।
তিনি বলেন, সব রাজ্যে ভ্যাকসিন কার্যক্রমে শুধু চিকিৎসকরাই নয়, মেডিকেল শিক্ষার্থী, ডেন্টিস্ট এবং পশু চিকিৎসকরাও যোগ দিয়েছেন। এছাড়া অতিরিক্ত সাড়ে নয়শ’ স্বাস্থ্য কেন্দ্রে কাজ করছে ২০ হাজারের বেশি ফার্মাসিস্ট। দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৪ হাজার সেনা সদস্য।
জো বাইডেন বলেন, মার্কিন সব রাজ্যের সব অঞ্চলে ১৮ বছরের বেশি বয়সের সবাইকে ১ মে’র আগে ভ্যাকসিনের আওতায় আনতে বলা হয়েছে। আমি আবারও বলছি ১ মে যেন পার না হয়। শপথ নেয়ার আগেই বলেছিলাম দিনে অন্তত ১০ লাখ ডোজ প্রয়োগের সক্ষমতা বাড়ানোর কথা। সেই লক্ষ্য পার করে দিনে ২০ লাখ ডোজ প্রয়োগের কাজ চলছে।
ইউএইচ/
Leave a reply