ভূমধ্যসাগরে গ্রিস, সাইপ্রাস এবং ফ্রান্সের সাথে যৌথ উদ্যোগে মহড়া চালালো ইসরায়েল।
এতে প্রদর্শন করা হয়, আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন। সমুদ্রের তলদেশে উদ্ধার অভিযান ও অনুসন্ধানের মহড়াও হয়। সপ্তাহব্যাপী এ মহড়া শেষ হয় বৃহস্পতিবার।
তেলআবিব বলছে, মিত্র দেশগুলোর সাথে নৌ-সম্পর্ক উন্নয়নের স্বার্থে এই মহড়া চালানো হয়েছে। যদিও বিশ্লেষকরা মনে করছেন, অঞ্চলটিকে তুরস্কের প্রভাব কমানোর লক্ষ্যে অবস্থান জোরালো করছে ইসরায়েল।
সমুদ্রসীমা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তুরস্কের। আঙ্কারার প্রভাব মোকাবিলায় নভেম্বরে দুই দেশের সাথে সামরিক সহায়তা বৃদ্ধির সমঝোতা করে ইসরায়েল।
ইউএইচ/
Leave a reply