অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার কারণে রক্ত জমাট বেঁধে যায়- এমন তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচও বলছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া বন্ধ করা উচিৎ নয়।
সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানান, রক্ত জমাট বাঁধার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে টিকা নেয়ার কোনো সম্পর্ক নেই। পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগও খতিয়ে দেখা হবে বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে অন্তত ৩০ জনের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার অভিযোগ ওঠে। এরপরই বুলগেরিয়া, ডেনমার্ক ও নরওয়ের মতো দেশগুলো এই টিকার ব্যবহার স্থগিত রাখে।
এরইমধ্যে প্রায় ৫০ লাখ ইউরোপীয় অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। এছাড়া এশিয়ার বিভিন্ন দেশেও ব্যবহৃত হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।
Leave a reply