ভারতের উত্তর প্রদেশে পানি খাওয়ার জন্য একটি মন্দিরে ঢোকার অপরাধে মারধর করা হয়েছে ১৪ বছর বয়সী এক মুসলিম শিশুকে। সিনেমাটিক স্টাইলে মারপিটের এ ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিও ফুটেজে দেখা যায়, মাটিতে ফেলে লাথি এবং কিল-ঘুষি মারা হচ্ছে আসিফ নামের শিশুটিকে। তবে তার বাবার দাবি, মন্দিরের ভেতরে নয়, বাইরের ট্যাপ থেকে পানি খাওয়ার জন্য গিয়েছিলো তার ছেলে। স্থানীয় প্রশাসন বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, দেশটির কিছু মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ছাড়া অন্য ধর্মের মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সম্প্রতি উত্তর প্রদেশে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর বেড়েছে নির্যাতনের ঘটনা। এরই মধ্যে অনেকেই সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ স্যরি আসিফ নামে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করছেন।
ইউএইচ/
Leave a reply