মিয়ানমারে শান্তিপূর্ণ আন্দোলনে আগ্রাসনে রাজি না হওয়ায় সামরিক সরকারের রোষানলে পড়েন কয়েকজন পুলিশ কর্মকর্তা। সাজা থেকে বাঁচতেই ভারতে পালিয়ে যান তারা।
স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মিয়ানমারের দুই পুলিশ কর্মকর্তা। জানিয়েছেন, নিজেদের অভিজ্ঞতার কথা। বলেন, তিয়াউ নদী পাড়ি দিয়ে মোট ১১৬ জনের একটি দল নিয়ে মিজোরামের একটি গ্রামে পৌঁছান তারা। সেখানে প্যারামিলিটারি বাহিনী আসাম রাইফেলস উপস্থিত না থাকার সুযোগে প্রবেশ করেন গ্রামে। এদের মধ্যে পুলিশসহ বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন।
মিয়ানমার সীমান্ত সংলগ্ন চার রাজ্য- মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুনাচল প্রদেশে শরণার্থী ঠেকাতে, ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে গত সপ্তাহেই বিবৃতি প্রকাশ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটক করা হয় মিয়ানমারের অন্তত সাত পুলিশ কর্মকর্তাকে।
Leave a reply