মুন্সিগঞ্জে এবার আসামি ধরতে গিয়ে মিললো বালতি ভর্তি ককটেল

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদর উপজেলার আমঘাটা গ্রামে পুলিশের অভিযান ১৫টি ককটেল উদ্ধারের একদিন পর একই এলাকায় এবার মিলেছে এক বালতি ভর্তি ককটেল।

সোমবার বিকালে ৫টার দিকে স্থানীয় খালেক নামের এক হত্যা মামলার আসামির বাড়ির পাশ থেকে এসব ককটেল উদ্ধার করে সদর থানা পুলিশ । গত শনিবার (১৩ই মার্চ) ককটেল বিস্ফোরণে জালাল হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় খালেক এজহার ভুক্ত আসামি বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

এর আগে রোববার (১৪মার্চ) রাতে একই এলাকার দেলু নামের আরেক আসামির বাড়ি পাশে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেল উদ্ধার করেছিলো পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, নয়া আমাঘাটা এলাকায় দুইপক্ষের সংঘর্ষে জালাল বেপারী নামে ১জন নিহত হওয়ার ঘটনায় আসামি গ্রেফতারে অভিযান চলছে। এর অংশ হিসাবে সোমবার বিকেলে ওই এলাকায় অভিযান চালালে খালেকের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় বালতি বর্তি ককটেল উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে বালতিতে ১০ থেকে ১২টি ককটেল থাকতে পারে। তবে নিরাপত্তাজনিত কারণে সবগুলো ককটেল গুনে দেখা সম্ভব হয়নি। আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।

প্রসঙ্গত, নয়া আমঘাটা এলাকায় ট্রলি গাড়িতে আলু তোলাকে কেন্দ্র করে স্থানীয় দেলু ও জালাল বেপারী গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরে গতকাল শনিবার (১৩মার্চ) জালাল বেপারীর উপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটনায় দেলু গ্রুপ। এসময় একটি ককটেল জালাল বেপারীর মাথায় লেগে বিস্ফোরণ হলে মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এঘটনায় নিহত জালালের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ২৪জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই আসামি গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply