নেতৃত্ব আর বড় জয়ে কলকাতা মোহামেডানের হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেললেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এখন পর্যন্ত লিগের সবচেয়ে বড় জয়টি আসে চার্চিল ব্রাদার্সকে ৪-১ গোলে উড়িয়ে।
ম্যাচের ১৬ মিনিটে হীরা মণ্ডলকে দিয়ে গোল করেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ২১ মিনিটে প্যানাল্টি গোলে চার্চিলকে সমতায় ফেরান লুকা মাজেন। ৬৫ মিনিটে বিয়া চাংতের গোলে আবারও লিড নেয় মোহামেডান। ৮৬ মিনিটে অসাধারণ অ্যাসিস্টে মানজিকে দিয়ে ব্যবধান ৩-১ করেন জামাল ভূঁইয়া।
নিজের দ্বিতীয় গোলে ইনজুরি টাইমে চার্চিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মনচে। সুপার সিক্সে প্রথম এই জয়ে ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান।
ইউএইচ/
Leave a reply