রাজশাহীতে বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আমলে নিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় সিএমএম আদালতের বিচারক সাইফুল ইসলাম শুনানি শেষে মামলা আমলে নেন। যদিও এ বিষয়ে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন বিচারক।
এর আগে, গতকাল রাতে মামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পান জেলা ম্যাজিস্ট্রেট। গত মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমোদনের জন্য মামলার বাদি অভিযোগপত্র জমা দেন। সেখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে বলা হয়, চলতি মাসের ২ তারিখে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে আসামিরা। অভিযোগে অপরাধ হিসেবে ১২৩(ক), ১২৪ (ক) ও (৩৪) দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply