বিধি না মানায় করোনা বাড়ছে; এক্ষেত্রে মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নামকরণ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি সব কিছুতে ব্যর্থ হওয়ায় সরকারকেও ব্যর্থ বলছে। করোনা মোকাবেলায় সরকারের সমালোচনা না করে বরং দক্ষতার প্রশংসা করা উচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজফিড শেয়ার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লভ্যাংশ দেয়ার বিষয়টি নীতিমালায় আনা হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে অস্ট্রেলিয়ার নতুন আইন পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে। কোন লভ্যাংশ কর দেয়া ছাড়া ফেসবুক ইউটিউব ব্যবসা করে যাবে তা হবে না।
Leave a reply