ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের স্থানান্তরের সময় ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সোয়া আটটায় নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, আগুনে কিংবা ধোয়ায় তিন রোগীর মৃত্যু হয়নি। স্থানান্তর করার পর রোগীদের মৃত্যু হয়েছে। অক্সিজেন সিস্টেম থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন পরিচালক।
এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আগুন লাগার পর স্থানান্তরে বিলম্ব হওয়ায় রোগীদের মৃত্যু হয়েছে।
ইউএইচ/
Leave a reply