Site icon Jamuna Television

ঢামেক’র বার্ন ইউনিটে ইলেকট্রিক স্পার্ক থেকে অগ্নিকাণ্ড হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের অগ্নিকাণ্ড ইলেকট্রিক স্পার্ক থেকে হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া যারা নিহত হয়েছেন তারা আগুনে নয়; ভেন্টিলেটর পরিবর্তনে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানান তিনি।

বুধবার দুপুরে মহাখালীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, গত একমাসে প্রায় ২০ লাখ মানুষ চট্টগ্রাম অঞ্চল ভ্রমণ করেছেন। যাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানেনি। এছাড়াও বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা নিলেই করোনা মুক্ত হওয়া যাবে না। তাই করোনার উৎপত্তিতে নজর দিতে হবে। বলেন, করোনা বেশি বেড়ে গেলে নিয়ন্ত্রণ করা যাবে না; হাসপাতালে সকলকে চিকিৎসা দেয়াও সম্ভব হবে না।

ইউএইচ/

Exit mobile version