আজকে বাংলাদেশ সে স্থানে পৌঁছেছে সেখান থেকে বাংলাদেশকে কখনই পেছানো যাবে না। অপ্রতিরোধ্য গতিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে এমনই প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ই মার্চ) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে এমন প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শেই এগিয়ে চলছে তার প্রিয় বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ দারিদ্র্যের হার কমেছে, মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে।
বাঙ্গালী জাতির অর্থনৈতিক মুক্তির প্রহর শেষ হতে চলেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্নের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তবে এমন সময় সকলকে দেশ বিরোধী অপশক্তির অপচেষ্টার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভাপতির বক্তব্যে শেখ হাসিনা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মাথাপিছু আয় সম্মানজনক দুই হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে; দারিদ্র্যের হার ২০.৫ শতাংশে হ্রাস পেয়েছে; দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে; মানুষের গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ প্রভূত উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ করোনাভাইরাস মহামারিও সফলভাবে মোকাবিলা করতে পেরেছে।
এছাড়া শুভেচ্ছাবাণী পাঠানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। দেশগুলোর জনগণকেও শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে উপস্থিত থাকায় তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারপ্রধান।
Leave a reply