আজ শুরু অমর একুশে বইমেলা

|

বাঙালির প্রাণের ‘অমর একুশে বইমেলা’ শুরু হচ্ছে আজ। বিকেল ৩টায় ভার্চুয়ালি বই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা মহামারির প্রকোপে ফেব্রুয়ারির পরিবর্তে আজ শুরু হচ্ছে বই মেলার ৩৭তম আসর। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বই মেলা উৎসর্গ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশে। করোনার ঝুঁকি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রদান করা হবে। এছাড়া বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বঙ্গবন্ধু রচিত ও বাংলা
অ্যাকাডেমি প্রকাশিত আমার দেখা নয়াচীন-এর ইংরেজি অনুবাদের আনুষ্ঠানিক প্রকাশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

সাপ্তাহিক ছুটির দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বই মেলা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply