মোবাইল এসএমএসের মাধ্যমে এখন থেকে মামলার সাক্ষীদের সমন পাঠানো যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, এখন থেকে মামলার বিচারিক কাজ দ্রুত হবে।
মন্ত্রী বলেন, সারাদেশের বিচার কার্যক্রমকে ডিজিটাল করতে এ সংক্রান্ত প্রকল্প একনেকে পাশের অপেক্ষায় আছে। মুজিব শতবর্ষে ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে বিচার কার্যক্রমকে ডিজিটাল করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানান আইনমন্ত্রী। রাষ্ট্রের ও ব্যক্তির খরচ ও সময় কমিয়ে আনতে বিচার কার্যক্রম ডিজিটালাইজড করছে সরকার বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, সরকারের সকল সেবা জনগণের কাছে নিয়ে যেতে পর্যায়ক্রমে সরকারের সেবাগুলো ডিজিটালাইজড করা হচ্ছে।
Leave a reply