‘বিদেশি মেহমানদের আগমন ম্লান করতেই সংখ্যালঘুদের ওপর হামলা’

|

ফাইল ছবি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশি মেহমানদের আগমন ম্লান করে বাংলাদেশকে ছোট করতেই সুনামগঞ্জের শল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রথমে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে জন্ম নেয়া ২২ শিশুকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লেজার শো পরিবেশিত হয়। বিশেষ আকর্ষণ ছিলো আতশবাজি প্রদর্শনী। আগত অতিথিদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আতসবাজি উপভোগ করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে দেশ থেকে মুছে ফেলতে পারেনি চক্রান্তকারীরা। তারাই আজ ইতিহাস থেকে মুছে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply