সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ নিহত ৩

|

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। গতরাত ২ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি সড়কের হাইলাগাটি সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার একটি পাম্প থেকে গ্যাস নিয়ে বিসিক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো সিএনজি অটোরিকশাটি।

হাটলাগাটি সেতু এলাকায় পৌঁছালে একটি ট্রাক চাপা দেয় সিএনজি অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলেই সিএনজি’র চালকসহ ৩ জন মারা যান। নিহতদের বাড়ি শাহজাদপুরের দ্বারিয়াপুর-শক্তিপুর মহল্লায়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply