পটুয়াখালী প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শার্শা উপজেলার হরিরামপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
শুক্রবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে পটুয়াখালী পুরাতন বাসস্ট্যান্ড থেকে পটুয়াখালী জেলা যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে সিএমবি কালভাট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক মো. আরিফুজ্জামান (রনি) বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রী সেখ হাসিনা যখন দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত করতে যাচ্ছেন তখনই কিছু লোক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিতে বাড়ি ঘরে হামলা করছে। প্রতিমা ভাঙচুর করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সাথে সাথে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ সময় যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম (সহিদ) সহ দলীয় যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইউএইচ/
Leave a reply