সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরামকোর তেল শোধনাগারে ছয়টি ড্রোন নিয়ে চালানো হয় এই হামলা।
ড্রোনগুলোর বিস্ফোরণের পরই শোধনাগারের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে রিয়াদ। তেল পরিশোধন কিংবা সরবরাহে কোনো সমস্যাও হয়নি।
এদিকে, হামলায় কোনো হতাহতের খবর দেয়নি সৌদি কর্তৃপক্ষ। হামলার দায় স্বীকার করে হুতি বিদ্রোহীরা জানান, ইয়েমেনে সৌদি আরবের চলমান অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলা।
ইউএইচ/
Leave a reply