অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিভ্রান্ত না হয়ে টিকা নেয়ার আহ্বানও জানিয়েছেন জনগণকে।
নিজেই জানান, টিকা গ্রহণের পর সুস্থ ও স্বাভাবিক আছেন। শুক্রবার লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে করোনা ভ্যাকসিন নেন বরিস জনসন। প্রায় এক বছর আগে করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্য।
তবে সম্প্রতি অক্সফোর্ডের টিকার নিরাপত্তার দিক নিয়ে বিতর্ক ওঠে ইউরোপে। বেশ কয়েকটি দেশে কার্যক্রমও স্থগিত করা হয়। তবে স্বাস্থ্য বিভাগের সবুজ সংকেতের পর আবারও প্রয়োগ শুরু করেছে দেশগুলো।
Leave a reply