যুবদের ভাবনা, মতামত ও প্রত্যাশা নিয়ে আজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো খুলনায় দিনব্যাপী যুব সংসদ অধিবেশন।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে অংশ নেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
আয়োজনে স্পিকারের দায়িত্ব পালন করেন অমিয় প্রাপণ চক্রবর্তী অর্ক। আর বিকেলের অধিবেশনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অংশ নেন। অধিবেশনে যুব কাউন্সিল গঠন, গ্রামীণ সমাজের উন্নতি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ চারটি বিষয় নিয়ে যুব সংসদে আলোচনা হয়।
আয়োজনে ৩’শ তরুণ-তরুণী অংশ নেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জুমের মাধ্যমে অধিবেশনে যুক্ত হন।
Leave a reply