Site icon Jamuna Television

নীলফামারীতে অজ্ঞান পার্টির ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

অটোরিকশা ছিনতাইকারী দলের মুল হোতা মীর আলম ওরফে আলমসহ অজ্ঞান পার্টির ৮জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩টি অটোরিকশা আর ৩টি অটোরিকশা বডিসহ খোলা যন্ত্রাংশ।

রোববার বিকেলে নীলফামারী জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, অজ্ঞান পার্টির মুল হোতা মীর আলম ওরফে আলমের সহায়তায় এ চক্রটি দীর্ঘদিন থেকে যাত্রী হিসেবে অটোরিকশায় উঠে চালককে কিছু খাইয়ে অজ্ঞান করে ছিনতাই করে আসছিলো। গতকাল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

Exit mobile version