গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলার কামারজানির ব্রহ্মপুত্র নদে বরযাত্রীসহ দুই নৌকার মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফাতেমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ অন্তত ৮ জন।
রোববার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের কুদেরপাড়া চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম সদর উপজেলার মালিপাড়া ইউনিয়নের বারবলদিয়া কুঠিপাড়া গ্রামের মৃত্যু সাকোয়াত হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর কুঠিপাড়া গ্রামের বরযাত্রী নিয়ে ব্রহ্মপুত্র নদ হয়ে শ্যালোইঞ্জিন চালিত নৌকা কুন্দেরপাড়ার চরে যাচ্ছিলো। বরসহ ১৫-১৬ জনের নৌকাটি বাদিযারা চরে পৌঁছালে অপর একটি ফাঁকা নৌকার সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে নৌকা উল্টে গেলে বরসহ যাত্রীরা পানিতে ডুবে যায়।
পরে জীবিত অবস্থায় সবাই উদ্ধার হলেও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত বরের দাদি ফাতেমা বেগম, শিশু সাবিনাসহ চারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা বেগম।
নিহত ফাতেমা বেগমের চাচাত ভাই মো. আব্দুল আহাদ জানান, দুই নৌকার মুখামুখি সংঘর্ষে তাৎক্ষণিক সকলে তীরে ওঠে আসলেও আহত হন অন্তত ৮ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর ফাতেমা বেগম, শিশু সাবিনাসহ চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে মৃত্যু হয় ফাতেমার। তার লাশ বাড়িতে আনা হয়েছে। শিশু সাবিনাসহ আরও দুইজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাফুজার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত নারীর লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন শিশুসহ তিনজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
Leave a reply