পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও নারী বান্ধব করা হচ্ছে: বেনজীর আহমেদ

|

পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও নারী বান্ধব করা হচ্ছে: বেনজীর আহমেদ

সময়ের সাথে তাল মিলিয়ে পুলিশকেও আধুনিক হতে হবে। পরিবর্তনের ধারাবাহিকতায় বাহিনীতে যোগ্য নারী সদস্যের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

সোমবার দুপুরে রাজারবাগে ‘করোনাকালে নারী নেতৃত্ব’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জানান, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও নারী বান্ধব করা হচ্ছে। তবে শুধু পুলিশকে আধুনিক করলেই হবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব কিছুকে আধুনিকায়ন করতে হবে। এছাড়া পুলিশে নারী সদস্য বাড়াতে নিয়োগ নীতিতে পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।

নারীরা পুলিশ বাহিনীতে যোগ দিলে সমাজে কুসংস্কার ও গোড়ামী কমে আসবে বলেও মন্তব্য করেন ড. বেনজীর আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply