Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে শপিংমলে হামলা, পুলিশ সদস্যসহ নিহত ১০

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় এক শপিংমলে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে পুলিশ সদস্যসহ নিহত কমপক্ষে ১০ জন।

সোমবার বোল্ডার এলাকার ‘কিং সুপার মার্কেটে’ চালানো হয় হামলাটি। স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ শুরু হয় গোলাগুলি। আততায়ীকে শনাক্ত করতে পেরে নিরাপত্তা বাহিনী চালায় অভিযান। হামলার দৃশ্য ইউটিউবে লাইভ স্ট্রিম করে বন্দুকধারী। প্রায় দু’ঘণ্টা ধরে চলে পাল্টাপাল্টি গোলাগুলি।

এ সময় মার্কেটে আটকা পড়াদের জীবিত উদ্ধারের ওপরই গুরুত্বারোপ করে নিরাপত্তা বাহিনী। গুলিতে নিহত বন্দুকধারীর মোটিভ এবং পরিচয় এখনো জানা যায়নি। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। হামলার মূল কারণ জানতে চলছে তদন্ত।

ইউএইচ/

Exit mobile version