ইসরায়েলে নির্বাচন: আবারও জয়ের পথে নেতানিয়াহু

|

ইসরায়েলে নির্বাচন: আবারও জয়ের পথে নেতানিয়াহু

ইসরায়েলের সাধারণ নির্বাচন আজ। মঙ্গলবার স্থানীয় সময় ৭ টায় শুরু হয় ভোটগ্রহণ।

রাজনৈতিক টানাপোড়েনে দুই বছরের মধ্যে চতুর্থবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। ৬৫ লাখ ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে ১২ হাজারের বেশি ভোটকেন্দ্র। মহামারি সতর্কতার কারণে ভোট ব্যবস্থায় পরিবর্তন এসেছে এবার। গাড়ি থেকেই ভোট প্রদানের সুযোগ পাবেন নাগরিকরা। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসন জিততে হবে কোনো দলকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে জরিপে।

এদিকে সবশেষ জরিপে সামান্য ব্যবধানে এগিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।

সাম্প্রতিক সময়ে দুর্নীতি ও মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বেড়েছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। গত ১২ বছর ধরেই ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply