Site icon Jamuna Television

লকডাউনে ভেনিস নগরীর খালগুলোতে ঘুরে বেড়াচ্ছে ডলফিন

লকডাউন জারি হওয়া ভেনিস নগরীর খালগুলোয় দেখা মিলছে ডলফিনের। ঘর থেকেই অনিন্দ্য সুন্দর দৃশ্য উপভোগ করছেন শহরবাসী।

পানিতে নৌযানের চলাচল সীমিত করায় নগরীর মূল ক্যানেল ‘জিওডেকা’য় ঘুরে বেড়াচ্ছে একদল ডলফিন।

বার্তা সংস্থা- রয়টার্সের ক্যামেরায় ধরা পড়ে এই ছবি। ইতালিতে করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ায় নতুনভাবে জারি করা হয়েছে লকডাউন। জারি করা হয়েছে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা। ৬ এপ্রিল পর্যন্ত থাকবে এই কড়াকড়ি।

অথচ করোনা মহামারির আগেও বছরে দুই কোটি পর্যটক ঘুরতে আসতেন ভেনিসে।

Exit mobile version