রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১

|

কক্সবাজারের বালুখালীতে রোহিঙ্গাক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আগুনে কমপক্ষে ২ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সলিম উল্লাহ (৫৫), রফিক আলম (২৫), আবদুল্লাহ (৮), আসমাউল (৭), মিজানুর রহমান (৪), বশির আহমদ (৬৫), খতিজা বেগম (৭০), মো. একরাম (৩), এমদাদ উল্লাহ (২৪)।

এখানকার চারটি ক্যাম্পের ১০ হাজারের বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গৃহহীন হয়ে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে, পাহাড়, জঙ্গলে আশ্রয় নিয়েছে। ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল আগুন লাগার পর যারা ঘরবাড়ি থেকে বের হয়েছিলেন, তারা আজ সকালে পুড়ে যাওয়া ঘরে কোনকিছু বেঁচে গেছে কিনা, তা খুঁজে দেখছেন। তবে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে অবশিষ্ট নেই তেমন কিছুই।

এদিকে মৃত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াও শুরু হয়নি এখনও। অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে রোহিঙ্গারা।

সোমবার বিকাল ৪টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টার দিকে। ৬ ঘণ্টার আগুনে পুড়ে গেছে কয়েক হাজার বসতঘর, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা।

ফায়ার সার্ভিস জানায়, ৯ নম্বর ক্যাম্প থেকে লাগা আগুন দ্রুতই আশপাশে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ ও কাঁচা ঘরবাড়ি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply