পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে শরণার্থীরা নাগরিকত্ব পাবে: অমিত শাহ

|

পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে শরনার্থীরা নাগরিকত্ব পাবে: অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সিএএ চালু করে নাগরিকত্ব দেয়া হবে সব শরণার্থীকে। মঙ্গলবার ২৪ পরগনার গোসাবায় জনসভায় এ প্রতিশ্রুতি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ আবারও পশ্চিমবঙ্গে প্রচারণায় যান অমিত শাহ। সুন্দরবনকে জেলা ঘোষণা, মৎস্যজীবীদের জন্য বীমাসহ প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছিল অমিতের বক্তব্যে। তৃণমূলের প্রতি দুর্নীতির অভিযোগ তুলে কটাক্ষও করেন।

একইদিন পুরুলিয়ায় প্রচারণা চালান মমতা ব্যানার্জি। জনসভায় তৃণমূল সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান বৃদ্ধি, বিনামূল্যে রেশনসহ নানা সুযোগসুবিধা দেয়ার অঙ্গীকার করেন। দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধেও তোপ দাগান মমতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply