বিশ্ববরেণ্য ভারতীয় কণ্ঠশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী প্রথমবারের মতো ‘মৈত্রী’ নামে একটি রাগ সৃষ্টি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এই রাগ মৈত্রী অর্থাৎ ভারত-বাংলাদেশ বন্ধুত্বের উপাদানগুলো নিয়ে রচিত। এটি একটি নতুন রাগ তবে সম্পূর্ণ ঐতিহ্যবাহী এবং শাস্ত্রীয় সংগীতের নিয়ম অনুসারেই এটি রচিত বলে জানানো হয়েছে।
জানা যায়, সংস্কৃত, হিন্দি এবং বাংলা ভাষায় রচিত তিনটি নতুন গান পরিবেশিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক অনুষ্ঠানে। যেখানে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
Leave a reply