রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

|

রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে জাহাঙ্গীর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আফসার উদ্দিন। এ ঘটনায় আহত আবদুল আউয়াল নামের আরেক জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুই সন্তানের জনক নিহত আফসারের বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট এলাকায়। মিরপুরে একটি ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার চালাতেন তিনি।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাত প্রায় দেড়টার দিকে ওই দুইব্যক্তি মোটরসাইকেলে করে মিরপুর থেকে এলিফ্যান্ট রোডে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর গেইট মোড় পার হয়ে সামান্য এগুলেই দুর্ঘটনার শিকার হয় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক আফসার উদ্দিন; আহত হয় তার দুলাভাই আউয়াল। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply