বালুখালী ক্যাম্পে আগুন: ঘরহারা রোহিঙ্গাদের থাকার জন্য তৈরি হচ্ছে তাঁবু

|

বালুখালী ক্যাম্পে আগুন: ঘরহারা রোহিঙ্গাদের থাকার জন্য তৈরি হচ্ছে তাঁবু

কক্সবাজারে বালুখালী ক্যাম্পে আগুনে ঘরহারা রোহিঙ্গাদের থাকার জন্য তাঁবু তৈরি করে দিচ্ছে প্রশাসন। এদিকে ঘর হারানো সব পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসনের কথা জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার বিকেলে লাগা আগুনে পুড়ে যায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বড় অংশ। অগ্নিদগ্ধ হয়ে মারা যান শিশুসহ ১১ জন।

স্থানীয় প্রশাসনের হিসাবে, গৃহহীন হয়ে পড়া ১০ হাজার রোহিঙ্গা পরিবারের সদস্য সংখ্যা অন্তত ৪০ হাজার। ভাসমান হয়ে পড়ার সুযোগ নিয়ে রোহিঙ্গারা যেন কোনভাবেই লোকালয়ে মিশে যেতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply