তিস্তার পানিবন্টনসহ ৬ দফা দাবিতে ‘স্তব্ধ’ কর্মসূচি পালন

|

তিস্তার পানিবন্টনসহ ৬ দফা দাবিতে 'স্তব্ধ' কর্মসূচি পালন

তিস্তা চুক্তি সই ও মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে তিস্তা নদীর দু’পাড়ে দোকানপাট বন্ধ রেখে ‘স্তব্ধ’ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার বেলা ১১টা থেকে ১০ মিনিটব্যাপী এই কর্মসূচির আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় নদী পাড়ের বাসিন্দারা দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচিতে যোগ দেন।

বক্তারা বলেন, দ্রুত তিস্তা চুক্তি সই করতে হবে। তা না হলে এই অঞ্চলের ২ কোটি মানুষের জীবন-জীবিকা ভয়াবহ হুমকির মুখে পড়বে। তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply