পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত, এরপরই রাজ্যে ঘটবে আসল পরিবর্তন। বিধানসভা নির্বাচন শুরুর মাত্র দু’দিন আগেই কাঁথির বিশাল জনসভায় এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পূর্ব মেদিনীপুরের সভায় তৃণমূলের ‘বহিরাগত তত্ত্বে’র সমালোচনা করেন তিনি। বলেন, ভারতে কেউ বহিরাগত নন বরং সবাই এ ভূমির সন্তান। একইসাথে- খেলা হবে শ্লোগানের কটাক্ষ করে জানিয়ে দেন, বিজেপি সোনার বাংলা গড়ার কাজ করবে, অংশ নিবে না খেলাধূলোয়।
এ সময়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, সিন্ডিকেটের মতো ইস্যুগুলো নিয়েও তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেন, জনকল্যাণেই ইশতেহারের প্রত্যেকটি কাজ করবে বিজেপি।
পশ্চিমবঙ্গে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ৮ দফায় বিধানসভা নির্বাচনের ভোটাভুটি। ফল প্রকাশিত হবে ২ মে।
Leave a reply