রোহিঙ্গা ক্যাম্পের আগুন নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার দুপুরে ঘটনাস্থল কক্সবাজারের বালুখালী ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগুনের ঘটনা তদন্তে দু’টি কমিটি করা হয়েছে।
নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী জানান, অসৎ উদ্দেশ্য থাকলে তা খুঁজে বের করা হবে। পরে র্যাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে কাপড় বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বালুখালীতে তাবু টাঙ্গিয়ে অস্থায়ী ঘর তৈরি হচ্ছে। ঘর হারানো সব পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসনের কথা জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য করা হয়েছে খাবারের ব্যবস্থা।
সোমবার বিকেলে আগুনে পুড়ে যায় ক্যাম্পের বড় অংশ। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শিশুসহ ১১ জন। স্থানীয় প্রশাসনের হিসাবে, গৃহহীন হয়ে পড়া ১০ হাজার রোহিঙ্গা পরিবারের সদস্য সংখ্যা অন্তত ৪০ হাজার।
Leave a reply