নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য উদ্বোধন হচ্ছে আর্টিফেসিয়াল ল্যাব। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টের জন্য এ ল্যাবের উদ্বোধন করবেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরত-ই-খোদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র সাতক্ষীরায় আগমন উপলক্ষে তার সফর সঙ্গীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রাথমিকভাবে করোনা টেস্টের জন্য আর্টিফেসিয়াল ল্যাব চালু করা হচ্ছে।
এজন্য দুটি বুথও খোলা হবে। যার একটি হাসপাতালে এবং অপরটি মেডিকেল কলেজে। তিনি আরও জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার কাজী হাবিবুর রহমানের উদ্যোগে এ ল্যাব উদ্বোধন করা হচ্ছে। ল্যাব চালু হলে পরবর্তীতে তা বন্ধ না করে চালু রাখা হতে পারে বলেও তিনি মনে করছেন।
Leave a reply