মিয়ানমারে মুক্তি পেলো কয়েকশত বন্দি

|

মিয়ানমারে মুক্তি পেলো কয়েকশত বন্দি! এবার শুরু 'নীরব প্রতিবাদ'

বন্দিদশা থেকে ৬২৮ অভ্যুত্থান বিরোধী- বিক্ষোভকারীকে মুক্তি দিলো মিয়ানমার জান্তা। রাষ্ট্রীয় টেলিভিশ- এমআরটিভি (MRTV) নিশ্চিত করে এ তথ্য।

বুধবার সকালে, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। এ সময়, অনেকেই জান্তা-বিরোধী ‘থ্রি ফিঙ্গার স্যালুট’ প্রতীক প্রদর্শন করেন। তাদের প্রায় সবাই বয়সে তরুণ-তরুণী।

সরকারপক্ষের এক আইনজীবী জানান, গেলো ৩ মার্চ জান্তা বিরোধী আন্দোলনের সবাই বন্দি হন।আটককৃতদের মধ্যে এখনো ৫৫ জনকে রাখা হয়েছে কারাগারে।

ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা ভঙ্গ এবং রাষ্ট্রদ্রোহীতা মামলায় তারা পেতে পারেন সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড। এদিকে মিয়ানমারজুড়ে অভিনব ‘নীরব প্রতিবাদ’ চলছে। যার কারণে, শহরগুলোর সড়কে নেই বিক্ষোভকারীদের কোন কর্মসূচি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply