ইথিওপিয়ার টাইগ্রেতে ৪ বেসামরিকের শিরোশ্ছেদ করেছে সেনাবাহিনী

|

ইথিওপিয়ার টাইগ্রেতে ৪ বেসামরিকের শিরোশ্ছেদ করেছে সেনাবাহিনী

সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে কমপক্ষে ৪ জন বেসামরিক মানুষের শিরোশ্ছেদ করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। বুধবার বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক সংস্থা- ‘ডক্টরস উইদাউট বর্ডার্স- এমএসএফ (MSF)’।

বিবৃতিতে জানানো হয়, এদিগ্রাদ এলাকা থেকে প্রাদেশিক রাজধানীর দিকে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবীদের একটি দল। সেই বাসেই ছিলেন বেসামরিক কয়েকজন মানুষ। পথে বাস থামিয়ে টেনে নামানো হয় হতভাগ্যদের। চোখের সামনেই তাদের হত্যা করে সেনা সদস্যরা। অবশ্য এর আগে- সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করে বিদ্রোহীরা। সেই ঘটনায় আহত হন অনেকে। অঞ্চলটিতে স্বায়ত্বশাসনের জন্য চলছে লড়াই। প্রাণ বাঁচাতে হাজারো মানুষ ছাঁড়ছেন ভিটেমাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply