বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল; ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স

|

ইউরোপ অঞ্চলের লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে ইউক্রেন। তবে আজারবাইজানের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আরেক ম্যাচে তুরস্কের কাছে ৪-২ গোলে হেরেছে নেদারল্যান্ডস।

গ্রুপ ‘ডি’ এর লড়াইয়ে ইউক্রেনকে আতিথ্য দেয় ফ্রান্স। শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকা স্বাগতিক শিবির আক্রমণে যায় ম্যাচের ১১ মিনিটে। কিন্তু অলিভার জিরুর দুর্বল ফিনিশিংয়ে লিড নেয়া হয়নি দলটির। তবে ১৯ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের গোলে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। পরের মিনিটেই অবশ্য গোলের সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন। ম্যাচের বাকি সময় গোলের সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। ফলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় দিদিয়ের দেশম শিষ্যদের

এদিকে ‘এ’ গ্রুপের ম্যাচে কোনরকমে পার পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। হোম ম্যাচ থাকলেও করোনার কারণে য়্যুভেন্টাসের তুরিন স্টেডিয়ামে খেলতে নামে দলটি। Ranking এ অনেক পিছিয়ে আজারবাইজান। কিন্তু ফিনিশিং দুর্বলতা ভুগিয়েছে পর্তুগালকে। পুরো ম্যাচে ২৯টি আক্রমণ করেও গোলের দেখা পায়নি দলটি। দারুণ প্রতিরোধ গড়েছেন আজারবাইজান গোলরক্ষক শাহরুদিন। অবশ্য তার ভুলেই আত্মঘাতী গোল খেয়ে বসে দলটি। ম্যাচের বাকি সময়ে হতাশ করেছেন রোনালদো-ফার্নান্দেসদের।

আরেক ম্যাচে তুরস্কের হাছে বড় ব্যবধানে হেরেছে নেদারল্যান্ডস। গ্রুপ ‘জি’ এর লড়াইয়ে বুরাক ইলমাজের গোলে ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় তুরস্ক। ৩৪ মিনিটে স্পটকিক গোলে ব্যবধান দ্বিগুন করেন ইলমাজ। বিরতির পর স্কোর লাইন ৩-০ করেন হাকান চেলহ্যানোগ্লো। এরপর ৭৫ ও ৭৬ মিনিটে পরপর দুই গোলে ম্যাচ জমিয়ে তুলে নেদারল্যান্ডস। গোল করেন দুই বদলি ফুটবলার ক্লাসেন ও লুক ডি জং। ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলকে ৪-২ ব্যবধানের লিড এনে দেন ইলমাজ। শেষ দিকে ডিপেই পেনাল্টি মিস করলে বড় পরাজয়ের লজ্জা সঙ্গী হয় ডাচদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply