ভয়াল ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে ‘ওয়ান বাংলাদেশ’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওয়ান বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মো. শাহ্ আজম (শান্তনু) সহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ৭১ এর বিভীষিকাময় নারকীয় গণহত্যার স্মরণীয় করতে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি প্রয়োজন। পরে একই স্থানে প্রদীপ প্রজ্বলন করে শিক্ষক শিক্ষার্থীরা।
Leave a reply