সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরমধ্য দিয়েই শুরু হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতা। ভোরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ দাড়িয়ে থাকেন।
এ সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্মৃতির মিনারে। বিভিন্ন রাজনৈতিক দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরাও ফুল দেন জাতীয় স্মৃতিসৌধে।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। স্বাস্থ্যবিধি মেনে সকলেই শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পাবেন।
Leave a reply