ভারতে একদিনে ৫৯ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হলো করোনাভাইরাস

|

দীর্ঘ পাঁচ মাস পর, ভারতে দিনে ৫৯ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হলো করোনাভাইরাস। দেশটিতে সক্রিয় ৪ লাখের ওপর সংক্রমণ।

এদিন, ২৫৫ জন মৃত্যুবরণ করেছেন কোভিড নাইনটিনে। শুধু মহারাষ্ট্রেই রেকর্ড ৩৬ হাজারের মতো মানুষের শরীরে মিললো ভাইরাসটি। যারমাঝে,বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা দু’দিনের মতো ৫ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত।

বৃহস্পতিবারই, সংক্রমণ শনাক্তে রেকর্ড গড়েছে ভারতের ১৭টি রাজ্য।যার অন্যতম- পাঞ্জাব, গুজরাট, কণার্টক, ছত্তিশগড়। রাজ্যগুলোয় ২৪ ঘণ্টায় দু’হাজারের ওপর ছিলো সংক্রমণ শনাক্ত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে,রাজধানী নয়াদিল্লি ও মহারাষ্ট্রে গণহারে করোনার নমুণা পরীক্ষার নির্দেশ দিয়েছে প্রশাসন। কেউ অস্বীকৃতি জানালেই গুণতে হবে জরিমানা।বিস্তাররোধে আসন্ন ধর্মীয় উৎসব-হোলি, শব-ই-বরাত এবং নভোরাত্রিতে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply