চট্টগ্রামের কালুরঘাটে বিস্ফারক আছে সন্দেহে ঘিরে রাখা নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। জব্দ হয়েছে মশাল-ককটেল তৈরির উপাদান।
শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। একপর্যায়ে ১৪৮টি মশাল ও ৮টি ককটেল তৈরির উপাদান জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল রাব্বি নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নির্মাণাধীন ভবনটিতে অভিযান চালানো হয়েছিল। তবে কি কারণে সেখানে এগুলো মজুদ রাখা হয়েছিল তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply