আগামীতেও বাংলাদেশের সুখে দুঃখে পাশে থাকবে ভারত। দেশটির এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ভারতীয় প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি বলেন, ভারতসহ টেকসই দক্ষিণ পশ্চিম এশিয়ার জন্য স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ অপরিহার্য।
ভারত ও বাংলাদেশ দ্রুতগতিতে একসাথে অগ্রগতি করবে বলেও আশাবাদ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। বলেন, কোনো শক্তিই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের শেষ দিনের আয়োজনে যোগ দেন মিত্র দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুকে দেয়া ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার হস্তান্তর করেন দেশটির সরকার প্রধান।
গল্পের ছলে মোদি বলেন, যুদ্ধকালীন সময়ে ২২-২৩ বছরের নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় গ্রেফতার হয়েছিলেন।
নরেন্দ্র মোদি বলেন, বঙ্গবন্ধুর সাহস ও নেতৃত্বই নিশ্চিত করেছিল কোনো শক্তিই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় সব সময় সারথী হতে চায় তার দেশ।
ইউএইচ/
Leave a reply