বঙ্গবন্ধু করপোরেট কাপের সেমিফাইনালে যমুনা টেলিভিশন

|

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু করপোরেট ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ হয়েছে। শুক্রবার রাজধানীর বেরাইদে কোর্টসাইডে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ১২টি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টিম ইনভিজিবলকে ৬-০ গোলে হারায় যমুনা টেলিভিশন। এরপর গ্রুপের দ্বিতীয় ম্যাচে রহমানিয়া গ্রুপকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি সেমিফাইনালে চলে গেছে টিম যমুনা।

প্রথম ম্যাচে টিম ইনভিজিবলের সাথে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল যমুনা টেলিভিশন। হাফ টাইমের আগেই টিম যমুনা ৩-০ গোলে এগিয়ে যায়। নির্ধারিত সময় শেষে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম যমুনা। শনিবার বিকেলে পরবর্তী রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এরপর রাতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।

বঙ্গবন্ধু করপোরেট টুর্নামেন্টের আয়োজক আপস্ট্রাইক স্পোর্টস ম্যানেজমেন্টের সিইও শাহ জাফর আহমেদ জানান, করপোরেট জগতের মানুষ সারাদিন কর্মক্ষেত্রে সময় দিয়ে খেলাধুলার সুযোগ কম পান। ফলে দীর্ঘমেয়াদে তাদের শারীরিক ফিটনেস কমতে থাকে। এজন্য তাদের কর্মঠ ও প্রাণবন্ত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সামনে এ ধরনের আরও বড় বড় আয়োজনের কথা জানান শাহ জাফর আহমেদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply